এ দেশের জন্য নতুন সংবিধান চাই -আখতার হোসেন

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশের বিচার বিভাগ স্বাধীন নয়। জজ, বিচারোকরা স্বাধীন ভাবে বিচার করতে পারে না, এজন্য নতুন আইন করা দরকার, যে সংবিধান আছে, সে সংবিধানে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনিও হাসিনার মত স্বৈরাচার, ফ্যাসিবাদী জুলুমবাজ হবে। তাই আমরা একটা নতুন সংবিধান চাই।
গতকার বৃহস্পতিবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলা সদরে বালিকা বিদ্যালয় মাঠে বিভিন্ন গ্রামের এক হাজার অসহায় দুস্থ শীতার্তদের কম্বল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কম্বল নিতে আসা উপস্থিত মানুষদের উদ্যেশে আঞ্চলিক আখতার হোসেন ভাষায় বলেন, দেশ কিভাবে চলবে, চলার জন্য কিছু আইনকানুন লাগে। সব আইনের বড় আইন, সেটা সংবিধান। সংবিধানে এমনভাবে কিছু জিনিস ঢুকে দিছে, তাতে করি বাংলাদেশত যায় প্রধানমন্ত্রী হবে, তায় হাসিনার মতো স্বৈরাচারী হইয়া যাইবে। তাই যে সংবিধান আছে, যে সংবিধান চলবে না। একটা নতুন সংবিধান চাই। যাতে যেই প্রধানমন্ত্রী হবে, তাকে যেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়।
আখতার হোসেন আরো বলেন, স্বাধীনতার ৫০ বছর পাড় হয়া গেইছে, কিন্তু দেশের মানুষ ভালো নাই তারা অনেক কষ্টে আছে। শেখের বেটি হাসিনা একটা পদ্মা সেতু বানাইছে। কিন্তু শেখের বেটি তার লোকজন দিয়া বাংলাদেশ থেকে ৭৮টা পদ্মা সেতু বানানোর টাকা বিদাশে পাচার করে নিয়ে গেছে। সে টাকা গুলা যদি দেশত থাকিল হয়, তা হইলে হামার বাড়ির পাশত মানাস নদীত দেশের ছোট ছোট নদীত মেলা গুলা সেতু বানা যাইতো। উন্নয়নের নামে পদ্মা সেতু বানার নামে টাকা মারি দিয়া বিদাশোত পাচার করছে।
আখতার হোসেন আরো বলেন, দেশে যে দলেই ক্ষমতায় আসুক, কোন দল যেন টাকা পাচার করতে না পারে। আর কোন টাকা পাচার করা চলবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কাউনিয়ার টেপামধুপুরে তিস্তার পাড়ে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় প্রচেষ্ঠা চালাবেন তিনি। এছাড়া কেউ যদি আট শতক জমি দিতে পারেন, তাহলে সরকারীভাবে বরাদ্দ এনে কমিউনিটি ক্লিনিক করে দেওয়ার প্রচেষ্ঠা চালাবেন তিনি।
নিজ এলাকা কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার সকালে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কালে আঞ্চলিক ভাষায় বলেন যে সংবিধানে যেই ক্ষমতায় থাকুক হাসিনার মত স্বৈরাচার ফ্যাসিবাদী ও জুলুমবাজ হইতে না পারে। নতুন সংবিধানে যেন জবাবদিহিতা থাকে। তিনি আরো বলেন
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক আলমগীর হোসেন, আরিফ হোসেন, রেজওয়ান হোসেন, সুমন আহমেদ। উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, নাগরিক কমিটির উপজেলা সংগঠক শামীম হোসেন, শিপন আহমেদ হিমু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা সমন্বয়ক শরিফুল ইসলাম প্রমুখ।