গঙ্গাচড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মৌলভীবাজারে বিসমিল্লাহ ট্রেডার্সের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এসময় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জিম কেমিক্যাল কোম্পানির উপজেলা ম্যানেজার শহিদুল হকের সভাপতিত্বে ও খামারি উদ্যোক্তা আরিফুল ইসলামের ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি সুজা সরকার, বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী নুর ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নারী উদ্যোক্তা তৃষ্ণা খাতুন।