গঙ্গাচড়া উপজেলা অধ্যক্ষ ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা অধ্যক্ষ ফোরাম কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অধ্যক্ষ ফোরাম কার্যনির্বাহী কমিটির সভাপতি ও গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম এর সভাপতিত্বে ও উপজেলা অধ্যক্ষ ফোরামের সাধারণ সম্পাদক গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ মো. নূরন নবী রানার উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. আফজাল হোসেন, অধ্যক্ষ ফোরামের সহ-সভাপতি ও পাকুড়িয়া শরীফ কছিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল ওহাব, গঙ্গাচড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও অধ্যক্ষ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ, সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা অধ্যক্ষ ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহা. রোকনউজ্জামান, ফোরামের কোষাধ্যক্ষ ও তালুকহাবু বিএম কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোন্নাফ, অধ্যক্ষ ফোরামের শিক্ষা, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ধনতোলা আরইউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রাকিবুল ইসলাম, কার্যকরী সদস্য ও মৌভাষা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু আইয়ুব আনসারী, কার্যকরী সদস্য ও গজঘণ্টা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল খালেক।
সভায় অধ্যক্ষ ফোরামের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সিদ্ধান্তসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা অধ্যক্ষ ফোরাম কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।