৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

উপজেলার গোমনাতী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
79


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

 সারাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলার ৩নং গোমনাতী ইউনিয়নে কৃষক সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ৩নং গোমনাতী ইউনিয়নের গোমনাতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে ভ্যার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। এসময় তিনি ১৯৭১ সালে আওয়ামী লীগ পালিয়েছিল উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ একটি পালানোর দল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমরা কোন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখতে পাইনি। সে সময়ে আর্বিভুত হয়েছিলেন জিয়াউর রহমান। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোথাও ছিল না আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ। আওয়ামী লীগ গঠন করেছিল মুজিব বাহিনী। কিন্তু কোথায় সেটা, বর্ডারের ওইপারে (ভারতে) গিয়ে কোলকাতায়। কোথায় ছিলেন আওয়ামী লীগের এই বাঘা বাঘা নেতৃবৃন্দ। একজনকেও আমরা পাইনি। তারা সেইসময় শেখ মুজিবুর রহমানসহ ওনারা দেশ ছেড়ে চলে যান পাকিস্থানীদের কাছে আর বাকিরা চলে যান ভারতে

সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। কৃষকেরা দিনভর পরিশ্রম করে আমাদের দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন তবে দুঃখের বিষয়,তারা তাদের ন্যায্য মূল্য না পাওয়া সহ প্রতি নিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই কৃষকের ন্যায্য অধিকার আদায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা কাজ করছি।তিনি আরও বলেন, আমরা চাই কৃষক  কৃষিপণ্য বিক্রয়ে ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি সেচ-সার সহ কৃষির সব উপকরণ সহজলভ্য সাশ্রয়ী করা হোক। বিএনপি ক্ষমতায় আসলে দেশনায়ক তারেক রহমান কৃষকদের জন্য স্বল্প সুদে কৃষি ঋণ, শস্য বীমা চালু, প্রতিটি ইউনিয়নে হিমাগারের ব্যবস্থা কৃষি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

গোমনাতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রইছুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশের উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল।

গোমনাতী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালিউর রহমান হেলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল্লাহ রুমেল, সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, উপজেলা কৃষক দলের সভাপতি  আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন-উর-রশিদ (মামুন), সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বুলবুল প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth