নাগেশ্বরীতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক রিয়াজুল
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ শিক্ষক সমিতি, উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নাগেশ্বরী উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়ের ১ হাজার ১শ ১৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে মটর সাইকেল প্রতীক নিয়ে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ৫শ ৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে ডিএম একাডেমীর প্রধান শিক্ষক কেএম আনিছুর রহমান পেয়েছেন ৫০৩ ভোট। এদিকে সিনিয়র সহ সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান পেয়েছেন ৬শ ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীক নিয়ে সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শফিক পেয়েছেন ৩শ ৬৪ ভোট। এছাড়াও সাধারণ সম্পাদক পদে বই প্রতীক নিয়ে ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম ৬শ ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন পেয়েছেন ৪শ ৩৫ ভোট।