শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের অপসারণের দাবিতে স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় বন্দরের সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের আশ্বাসের দেড় ঘন্টা পর সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা বন্দরের চারমাথা মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো সমাধান মিলে না। তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা চাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ করা হোক।