হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, তবে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক

হিলি প্রতিনিধি:
ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল ইসলাম।
কাস্টমস কর্তৃপক্ষ জানান, রোববার সকাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বিভিন্ন দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমরা সকল পাসপোর্ট যাত্রীর পাসপোর্ট যাচাই পূর্বক ভ্রমনের সহযোগীতা করছি।