১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

শীতার্তদের মাঝে ঢাকাস্থ রংপুর জেলা সমিতি  কম্বল বিতরণ

আমাদের প্রতিদিন
2 weeks ago
92


নিজস্ব প্রতিবেদক:

উত্তরাঞ্চলে বেশ কযেকদিন থেকে জেঁকে বসেছে শীত। শৈত্য প্রবাহের কারনে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে ছিন্নমূল খেটে খাওয়া দরিদ্র মানুষেরা।

আজ (২৬ জানুয়ারি)  রবিবার বিকেলে ঢাকা কোর্চ স্টান্ডে রংপুর কামারপাড়া বাস স্টান্ডে কম্বল বিতরণ করেছেন রংপুর জেলা সমিতি, ঢাকা। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি ওয়াসিম বারী রাজ।

এসময় রংপুর জেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর রহমান, সাংগঠনিক সম্পাদক তানবীর আহমেদ তুষার, কারমাইকেল কলেজের সাবেক জিএস আবুল কালাম আজাদ, এবি পার্টির মাহবুব রহমান, রংপুর জেলা বিএনপির সদস্য আবু হানিফ বোচা, হানিফ কাউন্টারে ম্যানেজার বাপ্পি, শাহ্ ফতেহ আলীর ম্যানেজার রনিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা মটর মালিক সমিতির সভাপতি ওয়াসিম বারী রাজ বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। ধন্যবাদ জানাই রংপুর জেলা সমিতি ঢাকাকে এত সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth