কামার পাড়া কুতুবিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে জেলা যুবদলের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এর নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রংপুরের বিভিন্নস্থানে জেলা যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
রবিবার গভীর রাতে রংপুর নগরীর কামার পাড়া কুতুবিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি (রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু ।
এ সময় উপস্থিত ছিলেন কামার পাড়া কুতুবিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক হাজী মোকতার হোসেন, উপদেষ্টা হেলাল হোসেন ভুট্টু, সহ জেলা যুবদলের নেতা কমী উপস্থিত ছিলেন।