১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

কুড়িগ্রামে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে প্রাণী চিকিৎসা সেবা প্রদান

আমাদের প্রতিদিন
2 weeks ago
29


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সোমবার সকালে   বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদানের আয়োজন করেন ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া, মিলিটারি ফার্ম লালমনিরহাট। 

এ সময়  উপস্থিত ছিলেন মিলিটারি ফার্ম লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল পীযুষ কুমার বিশ্বাস, এরিয়া সদর দপ্তর রংপুর সেনানিবাসের  এএএন্ডকিউএমজি লেফটেন্যান্ট কর্ণেল আলী রাহাত আহমেদ রাশেদী, পিএসসি,  কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান।

এসময় সামরিক বাহিনীর ৪ জন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের ৬ জন ডাক্তার দ্বারা মোট ৩ হাজার ৪ শত ৫৩ টি গরু, ছাগল হাঁস মুরগির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদান কার্যক্রম সহযোগিতায় ছিলেন  কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগ।

ভোগডাঙ্গা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী বলেন বিনামূল্যে গরুর চিকিৎসা সেবা ও ওষধ পেয়ে আমি অত্যন্ত খুশি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth