২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

কাউনিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
2 weeks ago
28


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় নাজিরদহ ফকিরটারী গ্রামে নিজ পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগের মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম (৫৬) উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ ফকিরটারী গ্রামের মৃত কেন্দু শেখের ছেলে।

২৭ জানুয়ারী সোমবার সকালে পুত্রবধূর স্বামী বাদী হয়ে নিজের পিতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর সোমবার বিকেল ৪ টার দিকে গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে  রংপুর কোর্ট হাজতে প্রেরণ করে।

মামলার বিবরণে বলা হয়, আব্দুস সালাম ওই গৃহবধূর শ্বশুর। তার ছেলের সঙ্গে বিয়ের পর থেকেই সে শ্লীলতাহানির চেষ্টা করত। আচরণ পরিবর্তন করতে এনিয়ে কয়েকবার সালিশও হয়েছে গ্রামে। শ্বশুরকে বারবার নিষেধ করলেও তিনি সংশোধন হননি। সুযোগ পেলেই নিজ পুত্রবধূকে অশ্লীল প্রস্তাব দিতো আব্দুস সালাম। ২৬ জানুয়ারী রবিবার রাত ১১ টার দিকে গৃহবধূর স্বামী কাজে বাড়ীর বাহিরে গেলে এই সুযোগে আব্দুস সালাম গৃহবধূর ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্ঠা করে। এসময় চিৎকারে প্রতিবেশী লোকজন আব্দুস সালামকে আটক করে। পরে ৯৯৯ লাইনে খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুস সালামকে আটক করে থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল লতিফ জানান, মামলার আসামি আব্দুল সালামকে গ্রেপ্তার করে রংপুর কোর্টের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় আদালতে জবানবন্দি রেকর্ডে ভিকটিমকে সাপোর্ট সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে। 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth