গঙ্গাচড়ায় আগামীর সমৃদ্ধ জাতি গঠনে নাগরিকের দ্বায়িত্ব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে আগামীর সমৃদ্ধ জাতি গঠনে নাগরিকের দ্বায়িত্ব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত নাগরিকদের দায়িত্ব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদের রংপুর জেলার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লা। গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি নাজিরুল ইসলাম।
এসময় গঙ্গাচড়া প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন, বাংলাদেশ প্রেস ক্লাব গঙ্গাচড়া'র সভাপতি সুজন আহম্মেদ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর গঙ্গাচড়া প্রতিনিধি লিমন মিয়া, সৈকত হাসান, হাবিব মিয়া, আবুল কালাম আজাদ, ইলা পারভেজ, সম্পা আক্তার, অরন্য ইসলাম, তারেক জিয়াসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।