কিশোরগঞ্জে উন্নত গবাদি পশু পালন ও ডেইরি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরি আউলা কুটিতে বেসরকারি সংস্থা কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উন্নয়ন প্রকল্পের আয়োজনে ইউপিজি দলের সদস্যদের অংশগ্রহনে ২ দিনব্যাপী উন্নত গবাদিপশু পালন ও ডেইরি উৎপাদন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত রবি সোমবার ( ২৬- ২৭ )উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরি আউলা কুটি গ্রামের ২৯ জন ইউপিজি দলের সদস্যদের উন্নত গবাদিপশু পালন ও ডেইরি উৎপাদন কৌশল বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ভেটেনারি সার্জন ডাঃ মোঃ নাহিদ সুলতান । এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার ন্যালসন সরেন তিনি বলেন - প্রশিক্ষনের অভাবে অনেক গৃহস্থি - খামারিরা লোকশানে পরে হাল ছেড়ে দেয়। এটা ঠিক না তারা যদি সঠিক পদ্ধতি ও প্রশিক্ষন নিলে লোকশান হবে না। প্রশিক্ষন কে কাজে লাগাতে পারলে সাফল্য আসবেই।
প্রশিক্ষণে গৃহপালিত পশু পালনের গুরুত্ব, গাভীর জাত পরিচিত ও জাত নির্বাচন, গাভীর বাসস্থান ব্যবস্থাপনা, কৃত্রিম প্রজনন ও বাছাইয়ের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন, গাভীর খাদ্য ব্যবস্থাপনা,গাভীর খাদ্য তৈরির হিসাব হাতে কলমে অনুশীলন, গর্ভবতী গাভীর যত্ন ও নিরাপদ প্রসব,গবাদি পশুর বিভিন্ন রোগ ও প্রতিরোধ ব্যবস্থাপনা পশুর বিভিন্ন টিকাদান সম্পর্কে আলোচনা করা হয়।