২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

কিশোরগঞ্জে উন্নত গবাদি পশু পালন ও ডেইরি উৎপাদন বিষয়ক  প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
211


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ 

নীলফামারীর কিশোরগঞ্জ  উপজেলার  পুটিমারী  ইউনিয়নের ভেরভেরি আউলা কুটিতে বেসরকারি  সংস্থা  কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  উন্নয়ন প্রকল্পের আয়োজনে ইউপিজি দলের সদস্যদের  অংশগ্রহনে ২  দিনব্যাপী উন্নত গবাদিপশু পালন ও ডেইরি উৎপাদন কৌশল বিষয়ক  প্রশিক্ষণ অনুষ্ঠিত  হয়েছে। 

গত রবি সোমবার ( ২৬- ২৭ )উপজেলার পুটিমারী  ইউনিয়নের  ভেরভেরি  আউলা কুটি  গ্রামের  ২৯ জন ইউপিজি দলের সদস্যদের উন্নত  গবাদিপশু পালন ও ডেইরি উৎপাদন কৌশল বিষয়ক  ২ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন  কিশোরগঞ্জ  উপজেলা প্রাণী সম্পদ  ভেটেনারি সার্জন  ডাঃ মোঃ নাহিদ সুলতান  । এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  কিশোরগঞ্জ এপির  প্রোগ্রাম অফিসার   ন্যালসন সরেন তিনি  বলেন   - প্রশিক্ষনের অভাবে   অনেক গৃহস্থি - খামারিরা লোকশানে পরে  হাল ছেড়ে দেয়।  এটা ঠিক না তারা যদি সঠিক পদ্ধতি ও  প্রশিক্ষন নিলে লোকশান হবে না। প্রশিক্ষন কে কাজে লাগাতে পারলে সাফল্য আসবেই।

প্রশিক্ষণে গৃহপালিত পশু পালনের গুরুত্ব, গাভীর জাত পরিচিত ও জাত নির্বাচন, গাভীর বাসস্থান  ব্যবস্থাপনা, কৃত্রিম প্রজনন ও বাছাইয়ের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন, গাভীর খাদ্য ব্যবস্থাপনা,গাভীর খাদ্য তৈরির হিসাব হাতে কলমে অনুশীলন, গর্ভবতী গাভীর যত্ন ও নিরাপদ প্রসব,গবাদি পশুর বিভিন্ন রোগ ও প্রতিরোধ ব্যবস্থাপনা পশুর বিভিন্ন  টিকাদান সম্পর্কে আলোচনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth