গঙ্গাচড়ায় দুই ওষুধ ব্যবসায়ীর জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। আজ (২৭ জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা গঙ্গাচড়া বাজারে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদহীন ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় ও নানা অনিয়মের অভিযোগে মমিনুল ইসলাম ও আব্দুল জলিল নামে দুই ওষুধ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওষুধ ব্যবসায়ীদের নিয়মতান্ত্রিকভাবে ওষুধ ব্যবসা করা জন্য সর্তক করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান চালমান থাকবে।