৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

বগুড়ায় ওলামা দলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সভা

আমাদের প্রতিদিন
2 weeks ago
71


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে গতকাল সোমবার বগুড়া শহরের ঠনঠনিয়ায় সদস্য ফরম বিতরন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাওলানা ইনামুল হক মাজেদী।

বগুড়া জেলা আহবায়ক হাফেজ মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে ও বগুড়া শহর শাখার আহবায়ক মুফতি মাওলানা আব্দুল ওয়াহেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় টিম সদস্য মাওলানা তাজ উদ্দিন, মাওলানা এনামুল হক, জালাল উদ্দিন ফয়জী, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা শাখার সদস্য সচিব মুফতি ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, শহর শাখার সদস্য সচিব রেজাউল করিম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক মাজেদী বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া  ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ওলামা দলের সকলকে কাজ করতে হবে। তিনি ওলামাদলকে প্রতিষ্ঠিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পরে ৮ জেলার আহবায়ক ও সদস্য সচিবের নিকট ওলামা দলের সদস্য ফরম বিতরন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth