৪ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

বিরলে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
5 months ago
88


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ জানুয়ারি বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর আয়োজনে সার্বিক সোনালী ব্যাংক পিএলসি, বিরল শাখা, দিনাজপুর এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর অতিরিক্ত পরিচালক মোঃ একরামুল কবির ও সহকারী আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর যুগ্ম-পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন বক্তব্য রাখেন।

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস দিনাজপুর নর্থ এর ডেপুটি জেনারেল মানেজার মোঃ বদরুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস দিনাজপুর নর্থ এর এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মাসুদ আলম ও সোনালী ব্যাংক পিএলসি, বিরল শাখা, দিনাজপুর এরশাখা ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মোঃ মমিনুর রহমান। অনুষ্ঠানে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনাও দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth