১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

প্রতারণা করে অঢেল সম্পদ অর্জনের বক্তব্য চাওয়ায় সাংবাদিককে জীবন নাশের হুমকি, থানায় জিডি

আমাদের প্রতিদিন
2 weeks ago
34


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাছারী পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে কুক্ষাত শিশু কিডনাপার ও ভিসা প্রতারক সাহাবুল দুই বছর আগে কৃষি শ্রমিক থেকে অগাধ সম্পদের মালিক হয়েছে বলে অভিযোগ উঠে। এ ব্যাপারে তথ্য নেয়ার জন্য গত রবিবার দৈনিক ইনকিলাবের কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি  আব্দুর রউফসহ কয়েকজন গনমাধ্যম কর্মী সরেজমিনে তথ্য সংগ্রহের কাজে গেলে সেখানে সাহাবুলের মাস্তান বাহিনী সাংবাদিকদের নানাভাবে হেনস্থা করে। তথ্য সংগ্রহের পর সোমবার সাংবাদিক আব্দুর রউফ সাহাবুলের মোবাইল ০১৩২৪০৩৪৪১০ নম্বরে ব্যক্তিগত মোবাইল নম্বর হতে ফোন দিয়ে বক্তব্য নিতে গেলে তিনি ওই সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোসহ জীবন নাশে হুমকি দেন। ওই দিনেই জাতীয় দৈনিক ও স্থানীয়   সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া সাবুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আরও হুমকী দিতে থাকে। এ ঘটনায় সাংবাদিক আব্দুর রউফসহ বেশ কজন গণমাধ্যমকর্মী সোমবার রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার ডায়েরী নং ১২৯৫।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আশরাফুল ইসলাম সাধারণ ডায়েরীর ঘটনা স্বীকার করে বলেন- বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth