১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

প্রতিবন্ধকতা ভেঙে দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন

আমাদের প্রতিদিন
2 weeks ago
167


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে নির্মিত দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল করছে। রাস্তার অবস্থা শোচনীয় হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ভারী যানবাহন বন্ধের দাবি তুললে গত বছরের ১১ সেপ্টেম্বর লালমনিরহাট জেলার মিলনবাজার এলাকায় প্রতিবন্ধকতা দেয় প্রশাসন।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাতে একটি এস্কেভেটর গাড়ি রংপুর থেকে লালমনিরহাটের কাকিনা যাওয়ার পথে প্রতিবন্ধকতার একাংশ ভেঙে দেয়। তারপর থেকে ভারী যানবাহন চলাচল শুরু করেছে।

স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানের দূরত্ব কমিয়ে আনতে তিস্তা নদীর ওপর দ্বিতীয় তিস্তা সড়ক সেতু নির্মাণ করা হয়। ১২৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্য, ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে রয়েছে ১৬টি পিলার, ১৭টি স্প্যান, ৮৫টি গার্ডার। একই বরাদ্দে সেতুটি রক্ষার জন্য উভয় পাশে ১ হাজার ৩০০ মিটার নদী শাসন করে বাঁধ নির্মাণ করা হয়। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর সেতুটির উদ্বোধন করা হলেও ভারী যানচলাচলের জন্য প্রতিবন্ধকতা দেওয়া হয়। ২০২১ সালের অক্টোবর মাসে প্রতিবন্ধতা খুলে দিলেও রাস্তার শোচনীয় অবস্থায় ৪ বার ভারী যান চলাচল উন্মুক্ত ও বন্ধ করা হয়েছে।

লক্ষীটারী ইউনিয়নের তিস্তা সেতুর পার্শবর্তী এলাকার বাসিন্দা মজিবর মিয়া বলেন, এমনি রাস্তার যে অবস্থা তিন দিন থাকি আবার চলছে পাথরের গাড়ীগুলা। বালার ওপর এ রাস্তা বানাইছে বড় গাড়ীর লোডে নেয় না, রাস্তা ডাবি যায়।

ঢাকাগামী ১০ চাকার ড্রাম গাড়ীর চালক আফতাবুল মিঞা বলেন, শুনলাম এ রাস্তার ব্যারিকেট খোলা তাই এদিক দিয়ে আসলাম। এদিক দিয়ে গেলে সময়ও কম লাগে তেলও কম লাগে।

তবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ভারী যানবাহন চলাচল করছে না। গ্রাম পুলিশ নিয়োজিত আছে, এছাড়াও রাতে পুলিশ ডিউটি দিচ্ছে। বিষয়টি লালমনিরহাট জেলার নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে আজ (মঙ্গলবার) অথবা আগামীকালের (বুধবার) মধ্যে প্রতিবন্ধকতাটি ঠিক করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth