গঙ্গাচড়ায় হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের মাঝে ৭ টি হুইলচেয়ার ও ৩ টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাজসেবা মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।