ভোটার হওয়ার জন্য নারীদের উৎসাহিত করতে হবে-- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউন্নাহ (অবঃ)

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউন্নাহ (অবঃ) বলেছেন, জন্ম নিবন্ধন জটিলতার কারনে যেন ভোটার তালিকার অন্তর্ভূক্ত হওয়ার ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। কোন কারণে কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। ভোটার হওয়ার জন্য নারীদের উৎসাহিত করতে হবে।
আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে ভোগনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারী এবং সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের উদ্দ্যেশ্যে বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্তমানে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ৩০লক্ষ কম। বিশেষ করে ছবি তোলার কারণে অনেক নারী ভোটার হতে চায় না। এ ব্যাপরে সামাজিক বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর সহায়তা নিতে হবে।
কোন বিদেশী যেন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত না হতে পারে সর্তক করে তিনি বলেন, বিশেষ করে রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্র্ভূক্ত না হতে পারে এ ক্ষেত্রে সবাইকে সজাগ থাকতে হবে।
পরিদর্শনকালে দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ আফতাবুউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর, সহকারী উপজেলা নির্বাচন অফিসার পবিত্র চন্দ্র রায়, ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু প্রমুখ।