১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

লালমনিরহাটে সুরঙ্গ করে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা!

আমাদের প্রতিদিন
2 weeks ago
33


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় সুরঙ্গ খুড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে লোকজন টের পেলে দুবৃত্তরা পালিয়ে যায়। সেখানে টাকা বা অন্যকিছু খোওয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কতৃপক্ষ।

গত সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দূর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশেরর লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দূর্বৃত্তরা। ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী বলে জানিয়েছে থানা পুলিশ।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth