রংপুর মেট্রোপলিটন চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যনির্বাহী কমিটির (দ্বি-বার্ষিক) ২০২৫-২০২৭ইং মেয়াদী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের লক্ষ্যে মেট্রোপলিটন চেম্বার শালবন ইন্দ্রার মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে মঙ্গরবার সকাল ১১টায় মেট্রোপলিটন চেম্বার এর (দ্বি-বার্ষিক) ২০২৫-২০২৭ইং মেয়াদী নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান মোঃ ফয়জুল কবির লিটন। নির্বাচনী তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন আপীল বোর্ড এর চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান সরকার, নির্বাচন বোর্ড এর সদস্য আবু সুফিয়ান রাশেদ, রাশেদ রানা রাসু, নির্বাচন আপীল বোর্ড এর সদস্য মোঃ মোশারফ হোসেন মনি ও মোঃ সহিদুল ইসলাম লিটন। এছাড়া উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার এর সদস্যবৃন্দ।