মিঠাপুকুরে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
শিক্ষাকে আরও গতিশীল ও শিশুদের স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিত করার লক্ষে ৯১৫ জন শিশুর অংশগ্রহণে শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে উপজেলার রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা অফিসার মারিয়া মালো'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. ফারুক মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা। তিনি শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য মা'দেরকে সন্তানদের প্রতি আরো যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
জিরো ৫ সর্ম্পকে ও সুরক্ষিত পরিবেশ বজায় রাখা সহ শিশুদের সু-স্বাস্থ্য, শিশু নিরাপত্তা, বাল্য বিবাহ প্রতিরোধ সহ অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ইফতেখার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা: শ্যামলী বেগম, মো. মনু মিয়া, রাণীপুকুর পিএফএ'র ভিডিসি সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে ৭৮০ জন শিশু শিক্ষার্থীকে ১৪টি খাতা, ৮টি কলম ও উপহার হিসেবে ১৩৫ জন শিশুকে মশারি উপহার প্রদান করা হয়।