জুলাই-আগষ্টের বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

মহানগর প্রতিবেদক:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগষ্টের বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সু-নিশ্চিত করার লক্ষ্যে ৫ সদস্যের কমিটি বোর্ড গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকাত আলী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য ৫ সদস্যের চিকিৎকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে।
কমিটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মোখলেছুর রহমানকে আহ্বায়ক করে ডাক্তার মোহাম্মদ তোফায়েল হোসেন, ডাক্তার আশফাকুর রহমান, ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদী ও ডাক্তার মোহাম্মদ আতিকুজ্জামানকে সদস্য করে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সার্বিক বিষয়ে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শওকাত আলী বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি সেই জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। ছাত্ররাই হচ্ছে গুরুত্বপূর্ণ স্টক হোল্ডার আর তাই আমরা রংপুর মেডিক্যালের চিকিৎসকদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেছি যাতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগষ্ট আন্দোলনে ৩৯ জনের আহতের লিস্ট আমরা পেয়েছি। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও যাবতীয় পরমর্শ দেয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে।