নারী ফুটবল টুর্ণামেন্ট আয়োজনকে কেন্দ্র করে আয়োজক ও তৌহিদী জনতার মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ জন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে নারী ফুটবল টুর্ণামেন্ট আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও তৌহিদী জনতার মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বেলা সাড়ে ৩টায় হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নিয়ামত উল্লাহ বলেন, মঙ্গলবার বিকেলে বাওনা অস্থায়ী ফুটবল মাঠে নারী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন স্থানীয়রা। খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন তৌহিদী জনতা। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।