৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

সৈয়দপুরে আগুনে ১১ ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই

আমাদের প্রতিদিন
2 weeks ago
73


নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর সৈয়দপুরে আগুনে ৯ টি পরিবারের ১১ টি ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। আসবাবপত্রসহ নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৪ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

আগুনের সূত্রপাত নিয়ে সঠিক কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে চুলার আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে এলাকার এছামুদ্দীর ছেলে বাচ্চু মামুদের রান্না ঘরেই প্রথম আগুন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে বাচ্চু মামুদের ৪ টি ঘর, তার ছেলেদের ২ টি ঘর, প্রতিবেশী আছদ্দী মামুদের ছেলে হাফিজুলের ২ টি ও শরিফুলের ১ টি, তছদ্দী মামুদের ছেলে মন্টুর ১ টি ঘর এবং আমদ্দী মামুদের ছেলে ছোবেদ আলীর ১ টি ঘর সকল মালামাল সহ পুড়ে গেছে।

এছাড়া এজামুদ্দীর ছেলে তোফাজ্জল ও এন্দা, মন্টুর ছেলে লিটন ও আকুবুল, নান্টুর ছেলে কালা ও লালের ঘরেও আগুন লেগে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস দল এসে দীর্ঘ ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় আরও ২০-২৫ টি ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। পরে সৈয়দপুর উপজেলা ফায়ার সার্ভিস দলও এসে ফিরে গেছে। 

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক ছিল তাই মূহুর্তে ৯ টি পরিবারের ১১ টি ঘর পুড়ে গেছে। এসব পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল দেয়াসহ শুকনা খাবারের ব্যবস্থা করেছি।

এ অঞ্চলে কয়েকদিন যাবত ব্যাপক শীত বিরাজ করছে। শীতের প্রকোপের মাঝে এমন অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগ গুলোর প্রায় ৪০ জন সদস্য চরম ভোগান্তিতে পড়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth