২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে মাদকসহ আটক-৪

আমাদের প্রতিদিন
2 weeks ago
37


মহানগর প্রতিবেদক:

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে দিনাজপুরে ১৩১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বিশাল চালান সহ ০২ জন মাদক সম্রাটকে ও লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন এলাকা হতে ৯৮১ পিস ইয়াবাসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারী রাত সাড়ে ৯টায় দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৭নং দলিপ্রয়াগপুর ইউনিয়নের অন্তর্গত চন্ডিপুর গ্রামস্থ জনৈক মোঃ ফারুক হোসেন এর সিফাত ভ্যারাইটি স্টোর মুদি দোকানের সামনে বিরামপুর টু দিনাজপুর গামী মহাসড়কের উপরে চেকপোষ্ট অভিযান পরিচালনা করে ৬ চাকা বিশিষ্ট একটি ট্রাকের পিছনের মালামাল বহন করা বডির ভেতর প্লাস্টিকের তৈরি কার্টুন বাধা পুরাতন ফিতার বোঝার মধ্যে কৌসলে লুকানো ৪টি পাটের বস্তার মধ্যে সর্বমোট ১৩১ কেজি গাঁজা সহ মাদক সম্রাট নেত্রোকোনা জেলা ও সদরের শ্রীপুর বালী এলাকার মৃত সালেক মিয়ার ছেলে মোঃ জলিল মিয়া (২৫) ও ঝালকাঠি জেলার রাজপুর থানার চল্লিশ কাউনিয়া এলাকার (বর্তমানে মেট্রো হাউজিং, রোড নং-০৩, থানা- মোহাম্মদপুর, মহানগর ঢাকা) লাল মিয়ার ছেলে মোঃ খোকন শরীফ (৪০) এদের ঘটনাস্থল হতে হাতে নাতে আটক করা হয়। এ সময়ে মাদকদ্রব্য গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাক গাড়িটি জব্দ করা হয়।

অপরদিকে ২৮ জানুয়ারি বিকেলে লালমনিরহাট জেলার সদর থানার খুনিয়াগাছ ইউপিস্থ ০৬নং ওয়ার্ডের মিলনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮১ পিস ইয়াবাসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করে। গোপন সূত্রের ভিত্তিতে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র‌্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীকে সনাক্ত করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসায়ীগণ লালমনির হাট জেলার আদিতমারী থানার তালুকদুলালী এলাকার আব্দুল গনির ছেলে মোঃ সাইফুল ইসলাম নান্নু (৪৯) এবং  মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ সমির উদ্দিন (৫১) দ্বয়’কে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীগণকে স্ব-স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth