২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতির নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

আমাদের প্রতিদিন
2 weeks ago
58


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :

গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ কেন্দ্রীয় নেতাদের  বিরুদ্ধে বিভিন্ন অপ প্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ ওঠেছে।

২৯ জানুয়ারি বুধবার সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় পৌর বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন পুর্ব শত্রুতার জের ধরে পলাশবাড়ী পৌর শহরের আসমতপুর গ্রামের সাবেক সেনা সদস্য রফিকুল ও উপজেলা হাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গোলাম আযম রাজনৈতিক ও সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে স্বৈরাচার  ও তাদের দোসরদের সহায়তায়  আদালতে হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করেন।

তিনি বিগত স্বৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতন শিকার হয়ে পলাতক থাকা কালীন তার ক্রয়কৃত জমিতে বসবাস করারত অবস্থায় এই সংক্রান্ত একটি মামলা গত ২০১৭ সাল থেকে মহামান্য হাইকোর্টে চলমান রয়েছে।

অপরদিকে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা আত্মসাৎ এর ২৩ সালে চেকের মামলা দায়ের করেন আবুল কালাম আজাদ এতে  তিনি ক্ষুদ্ধ হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করছেন।শুধু তাকেই নয় তার সাথে কেন্দ্রীয় নেতাদের জরিয়ে সাংবাদিকদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচার ও প্রকাশের সহায়তা করছেন। এতে করে জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।

আবুল কালাম আজাদ আরো বলেন বিএনপি নেতাদের বিরুদ্ধে যড়যন্ত্র ও অপপ্রচার যারা চালাচ্ছে তারা কখনো সফল হবে না।অপপ্রচারকারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে।যে কোন অপপ্রচার ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth