১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

নীলফামারীর জলঢাকায়  ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ১ যাত্রী নিহত  আহত ৫

আমাদের প্রতিদিন
2 weeks ago
39


নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর জলঢাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। গুরতর  আহত ৫  জন।বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার মন্থেরডাঙ্গা নামক স্থানে ডালিয়া সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যাক্তি হলেন, উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যঘাট এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪৫)। আহতরা হলেন উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ববালাগ্রাম এলাকার মুন্সিপাড়া এলাকার মৃত নজিুল্লাহ সুকারুর ছেলে আসাদুল, পশ্চিম বালাগ্রামের আব্দুল গফ্ফার, পূর্ব বালাগ্রামের হাফিজারের ছেলে কাওসার, জমসের আলীর ছেলে রহমতুল্লাহ ও রনি।

স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে, গোলমুন্ডা থেকে জলঢাকাগামী একটি অটো এবং জলঢাকা থেকে ডালিয়া গামী (ঢাকা মেট্রো ট-২৪-৪৩-২৭) ট্রাকের সাথে এ সংঘর্ষ হয়। স্থানীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৩ জন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে  জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং দূর্ঘটনা কবলিত অটো ও ট্রাকটিকে উদ্ধার করি এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth