৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

ডোমারে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মঞ্জুরুল ইসলাম আফেন্দি

আমাদের প্রতিদিন
2 weeks ago
27


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নের অসহায় দুঃস্থ এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি।

মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নের ধনিপাড়া গ্রামের কৃতি সন্তান এবং তার ছোট ভাই আমেরিকা প্রবাসি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এর অর্থায়নে উপজেলার হতদরিদ্র অসহায় দুঃস্থ প্রায় ৪ শতাধিক শীতার্ত মানুষের দুপুরের খাবার যাতায়াত খরচ বাবদ নগদ অর্থসহ কম্বল বিতরণ করেন।

এছাড়াও গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকার হাটে বাজারে, রেলওয়ে স্টেশনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির ও ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।

শীতবস্ত্র নিতে আসা অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন মাওলানা আফেন্দি সাহেব এবং তার ছোট ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ভাই আমাদের মতো অসহায় দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে দুপুরের খাবার যাতায়াত ভাড়াসহ শীতবস্ত্র বিতরণের যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা আল্লাহর কাছে তাদের জন্য দীর্ঘায়ু কামনা করছি। সেইসাথে তাদের পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করছি।

পরিশেষে তারা আরও বলেন, আফেন্দি ভাই এবং জাহিদুল ভাই যেন আজীবন আমাদের মত অসহায় দুঃস্থদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই প্রত্যাশা ব্যাক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth