গঙ্গাচড়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক- ১

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ইয়াবাসহ নুরুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার গঙ্গাচড়া মডেল থানায় করা মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
নুরুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের মনাকষা এলাকার বাসিন্দা। গঙ্গাচড়া মডেল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে নুরুজ্জামানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিরোধ আইনে মাদক ব্যবসায়ী নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় নুরুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।