২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

ঘোড়াঘাটে পানি নিষ্কাশনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

আমাদের প্রতিদিন
2 weeks ago
34


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে টিউবওয়েলের ড্রেনের পানি নিষ্কাশনের গর্তে পড়ে শাহীন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের সখিনাপাড়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু শাহীন ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে বাড়ীর লোকজনের অজান্তে শিশুটি টিউবওয়েল এর পানি নিষ্কাশনের গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুজির  এক পর্যায়ে শিশুটিকে পানির গর্তে পড়ে থাকতে দেখতে পেয়ে উদ্ধার করে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth