মুক্ত পরিমন্ডলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মিলনমেলা

রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে
নিজস্ব প্রতিবেদক:
মুক্ত পরিমন্ডলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মিলনমেলা বসেছে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে।
বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআইজি আমিনুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ শরীফ উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার আবু সাইম, কলেজ অধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিন আকবর, উপাধ্যক্ষ (একাডেমিক) প্রফেসর জাহাঙ্গীর আলম উপাধ্যক্ষ( প্রশাসনিক) আনম বাবর আলী প্রমুখ।
আয়োজকরা জানান, ২৪ এর বিপ্লবের আগে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হতো ছোট পরিসরে। সেখান থেকে বেরিয়ে এসে বিশাল আয়োজনে হয এই প্রতিযোগিতা। শিক্ষার্থীরা নানা ধরণের খেলাধুলার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ, ২৪ এর বিপ্লবসহ নানা ইস্যুতে যেমন খুশি তেমন সাজোতে অংশ নেন। অভিভাবকের জন্য ছিল ঐতিহ্যবাহি বালিশ খেলাসহ নানা আয়োজন। বিপুল পরিমান অভিভাবকের প্রাণবন্ত উপস্থিতি ক্রীড়া প্রতিযোগিতাকে করেছে আরও প্রানবন্ত। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম জানান, ২৪ এর বিপ্লবের আগে দেশের পরিস্থিতি ছিল ভিন্নরকম। তখন খোলামনে কোন আয়োজন করা যেতো না। এবার পরিস্থিতি ভিন্ন। শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিই সেটা প্রমাণ করে। তারা দিনভর অংশ নেয় প্রতিযোগিতায়। স্কুলের শিক্ষার মানের পাশাপাশি সহপাঠ্যতে আমরা গুরুত্ব দিয়েছি। তিনি বলেন ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ গড়ার টার্গেট আমাদের। যাতে ২৪ এর আকাঙখা বাস্তবায়নে দেশগড়ার কাজে মনোনিবেশ করতে পারে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।