রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন জিয়া মঞ্চের নেতাকর্মীরা

আঃ রহিম, পাগলাপীর রংপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুন্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে জিয়া মঞ্চ দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচী গ্রহন করেছেন। সেই কর্মসূচীর অংশ হিসেবে জিয়া মঞ্চ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ মঈন উদ্দিন, রংপুর জেলা বিএনপি এবং জেলা জিয়া মঞ্চের সার্বিক সহযোগিতায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচিটি বিভিন্ন বাজার, পথচারী , ব্যবসায়ীদের ও জনসাধারণদের মাঝে চালিয়ে যাচ্ছেন। তিনি রংপুর সদর উপজেলার ৫ ইউনিয়ন ও জেলার ৮ টি উপজেলা সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার জিয়া মঞ্চ ও বিএনপি সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করছেন। রংপুর সদর উপজেলার বিশিষ্টজনদের মতে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ সহ নানা সাংগঠনিক কর্মসূচী অব্যাহত পালনের কারনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বধীন জাতীয় সরকার গঠনে এর ব্যাপক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন। কেননা রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে থাকবে না কোন বৈষম্য এবং প্রশাসনিক দপ্তর ও রাষ্ট্রীয় সহ সমাজের যে কোন কর্মকান্ডে থাকবে জবাবদিহিতা।