১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

৩৮০০ পিস ইয়াবাসহ চালক আটক, জব্দ ইজিবাইক

আমাদের প্রতিদিন
2 weeks ago
59


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ ইজিবাইক চালক সাইদুর রহমান (৪৫) কে আটক করেছে পুলিশ।আজ  বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার শহরের ভোলামোড়-শাপলা চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক সাইদুর রহমান উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেল।

তিনি জানান, পুলিশ বুধবার গোপন সংবাদ পায় যে, একজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য রৌমারী উপজেলা শহরের ভোলামোড়-শাপলা চত্ত্বর এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টায় দিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ সাইদুর রহমানকে আটক করা হয়।

ওসি লৎফর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে, আটক সাইদুর নওদাপাড়া সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth