রাজিবপুর সীমান্তে ইয়াবাসহ ৩ যুবক আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর সীমান্তে ইয়াবা ট্যাবলটেসহ ৩ যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। রাজিবপুর থানার ওসি তসলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, উপজেলার নয়াপাড়া গ্রামের আবু সাইদের পুত্র স্বাধীন আহমেদ (২১), শিবেরডাংগী গ্রামের মোশারফ হোসেনের পুত্র জাহিদ হাসান (২১) ও একই গ্রামের সাইদুর রহমানের পুত্র আমিনুল ইসলাম (২১)।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামসুল আলম বলেন, বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯ টায় উপজেলার বালিয়ামারী সীমান্তের মেইন পিলার ১০৭২ এর ৪ নম্বর পিলার হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইনসান মোড় এলাকা থেকে ওই ৩ যুবককে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন, ২টি সীম কার্ড, ১টি মেমোরি কার্ড এবং নগদ ২৫০ টাকা জব্দ করে বালিয়ামারী বিওপির টহলরত সদস্যরা। পরে আটক ওই ৩ যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজিবপুর থানায় মামলার মাধ্যমে তাদের সোপর্দ করা হয়েছে।