১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

জমি দখলের অভিযোগে সংবাদ সন্মেলন রাবিউল ইসলাম

আমাদের প্রতিদিন
1 week ago
94


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে স্বেচ্ছসেবক দলের নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। দলীয় ক্ষমতা খাটিয়ে জমির ইরি ধান ক্ষেত নষ্ট করে দখল নেওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। উপজেলার সাহেবডাঙা এলাকার বাসায় আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টায় এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ওমর ফরুক। তিনি বলেন, পৈতৃক সূত্রে জমির মালিক হিসেবে ২৫ শতাংশ জমি আমাদের দখলে ও দীর্ঘদিন হতে চাষাবাদ করে আসছি। ওই জমি শ্রীরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  জয়নুল আবেদীন রুবেল গত ৫ আগস্টের পর থেকে দখলে নিতে চেষ্টা করে আসছে। অন্যের কাছে কেনা জমি দাবি করে দীর্ঘদিন থেকে রুবেল বিরোধ করে আসছেন। এ ঘটনায় ফারুক বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বিচারাধীন রয়েছে। গত ২৯ জানুয়ারি সকালে শতাধিক সশস্ত্র লোকজন নিয়ে জমিতে লাগানো ইরি ধান ক্ষেত নষ্ট করে রুবেল। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাটগ্রাম-হাতীবান্ধা এলাকার নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধান, বিএনপি নেতা শওকত হায়াত প্রধান বাবু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  একরামুল হক কিরনকে জানানো হয়। বিএনপির নেতারা অন্যায়ভাবে জমি দখলে না নিতে রুবেলকে নিষেধ করে। নিষেধ অমান্য করে ওই জমির ক্ষেত নষ্ট করে দখল করে রুবেল। এসব ঘটনায় ওমর ফরুক বাদী হয়ে পাটগ্রাম থানায় ২৯ জানুয়ারি একটি মামলা দেওয়া হয়। অন্যায়ভাবে জমি দখলের ঘটনায় এ সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন ওমর ফারুক। 

এ ব্যাপারে জয়নুল আবেদীন রুবেল বলেন, ‘জমি দখল করি নাই। জমি আমার বাবার। আমার দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। বিষয়টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাদেরকে অবগত করেছি।’ 

লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জানান, ‘অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth