শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেশন ও শিক্ষা উপকরণ বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও মুশারি বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত উপজেলার নিজপাড়া ইউনিয়নে কল্যাণী গ্রামে নিবন্ধিত ২১৩৪ জন শিশুকে শিক্ষা উপকরন এবং ৩৭৩ জন শিশুকে মশারী প্রদান করা হয়।
এ সময় নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি দাতা সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষদের উন্নয়নের জন্য ও ঝড়ে পড়া শিশুদেরস্কুলমুখী করণে কাজ করে যাচ্ছে। তাদের এই সামাজিক উন্নয়ন মূলক কাজকে সাধুবাদ জানাই।
উপস্থিত কল্যাণী ৮ নং ওয়ার্ড মেম্বার আবু বকর সিদ্দিক বলেন, আমি দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রত্যেটি প্রোগ্রাম এ উপস্থিত থাকি , তাদের এই সামাজিক উন্নয়ন মূলক কাজগুলো আমাকে অনেক ভালো লাগে।
এপি ম্যানেজার রবার্ট কমল সরকার বলেন, ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্যে হলো শিশুদের প্রতি সহিংসতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করানো, শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, শিক্ষক, অভিভাবক এবং জনগনের মধ্যে শিশু নির্যাতন প্রতিরোধে সহযোগিতা গড়ে তোলা।