সাবেক মন্ত্রী নুরুজ্জামান রংপুরে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোঃ নূরুজ্জামান আমেদকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। তাঁকে বৃহস্পতিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডে তার নিকট আত্মীয়ের বাসা থেকে রাত ৯টায় গ্রেফতার করা হয়। এটি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ।
নুুরুজ্জামান আহমেদকে জুলাই-আগষ্ট আন্দোলন চলাকালে আগষ্টের ৪ তারিখে রংপুরে নিহত হয়। এসএ মুন্না হত্যা মামলার আসামিসহ আরও একাধিক হত্যা মামলায় নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। নিহত এসএ মুন্না ছিল রংপুর জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ছিল। সাবেক মন্ত্রী নুরুজ্জামান লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ছিলেন, তিনি লালমনিরহাট-২আসন(কালিগঞ্জ-আদিতমারী) আসনে ৩বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী তৃতীয় বার নির্বাচিত হয়ে একই দপ্তরের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়ীত্ব পালন করেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ দুর্নীতির মামলা তদন্তধীন আছে।
তাঁকে জিজ্ঞাসাবাদেও জন্য থানায় রাখা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্তকাজের জন্য তথ্য-উপাত্ত জানা যাবে বলে তিনি মনে করেন।