কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ করার দাবিতে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ ( ৩১ জানুয়ারি) শুক্রবার বিকালে সিএন্ডবি মোড় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে কলেজমোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী, মাহমুদুল হাসান লিমন, সদস্য সচিব ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বী, সংগঠক আলমগীর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবি জানান তারা।