৮ আষাঢ়, ১৪৩২ - ২২ জুন, ২০২৫ - 22 June, 2025

ফুলবাড়ীতে সমবায় সমিতির কার্যালয়ে অগ্নিকান্ডে সাড়ে ৩ লাখ টাকাসহ কাগজপত্র পুড়ে ছাই

আমাদের প্রতিদিন
4 months ago
140


আঞ্চলিক প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগাহাট আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে অগ্নিকান্ডে নগদ সাড়ে ৩ লাখ টাকা, কাগজপত্র ও আসবাব পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।

স্থানীয়রা জানান, ভোরের দিকে ঘন কুয়াশার মধ্যে হঠাৎ সমিতির কার্যালয়ে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করেন। এর মধ্যে কয়েকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে এসে আগুন নিয়ন্ত্রন করেন। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সে ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।

গংগাহাট আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম‍্যানেজার প্রদীপ কুমার পাল ও সভাপতি মমিনুল ইসলাম জানান, কিভাবে আগুন লাগলো আমরা তা বুঝতে পারছি না। বিদ্যুতের সট সার্কিট হয়ে আগুন লাগেনি। কারন সট সার্কিট হলে গোটা বাজারে আগুন ধরে যেতে। তারা আরও জানান, নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়েছে। সব মিলে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পল্লী বিদ্যুৎ ফুলবাড়ী জোনাল অফিসের আওতাধীন গংগাহাট অভিযোগ কেন্দ্রের লাইলম্যান শরিফুল ইসলাম জানান, সট সার্কিটের মাধ্যমে আগুন লাগার কোন নমুনা পাওয়া যায়নি। মিটার তার সবকিছুই ঠিক আছে। তবে অন্য কারণে আগুন লেগেছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মানিক মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে । তদন্ত সাপেক্ষে আগুন সুত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth