২ ফাল্গুন, ১৪৩১ - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ - 14 February, 2025

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০

আমাদের প্রতিদিন
1 week ago
72


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ২ ঘন্টার ব্যবধানে ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। অনিয়ন্ত্রিত গতি এবং ঘর কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ( ৩১ জানুয়ারী) সকাল সকাল সাড়ে ৭ টায় রংপুর -কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের সাতমাথা চায়না সিনেমা হলের বাস ট্রাক ও মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

রংপুর মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) আশিক মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস নামের নাইট কোচ ঘটনাস্থলে প্রথমে রংপুরগামী একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে ট্রাকটি ধাক্কা দেয় মাহিন্দ্রাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কাশেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সেল্ফ প্রেজেন্টেটিভ (এসআর) রমজান আলী (২৯)। তিনি কুড়িগ্রামের উলিপুরের দারারপার এলাকার মফিজুল হকের পুত্র। মৃত আরেকজনের নাম মোহাম্মদ শাহিন আলম সোহাগ(২৭)। তিনি কাউনিয়া উপজেলার শ্যামপুরের মঞ্জু মিয়ার পুত্র। এই ঘটনায় নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত হয়ে হাসপাতালে  চিকিৎসাধীন আছেন মিলন বর্মন নামের এক যুবক।

মৃত রমজান আলীর সহকর্মী সোহেল রানা জানান, অফিসে মিটিং এর জন্য উলিপুর থেকে রংপুর আসছিলেন রমজান আলী। পরশুদিন কথা হয়েছিল তার সাথে। এখন তার লাশ দেখতে হল। দুর্ঘটনার সাথে জড়িত চালকদের বিচার দাবি করেন তিনি।

অন্যদিকে হাইওয়ে পুলিশের রংপুর জোনের এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সকাল পৌনে আটটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে ফ্লাইওভারের দক্ষিণ পাশে সাতক্ষিার শ্যামনগর থেকে ছেড়ে আসা সাদিকা তালুকদার এন্টার প্রাইজ রাস্তারপাশে যাত্রী নামাচ্ছিল। এসময় ঘন কুয়াশার কারণে রংপুরগামী রংপুর এক্সপ্রেস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সাতক্ষিরার কালিগঞ্জের পশ্মি মৌতলা খানাবাড়ি এলাকার মৃত সামদানি খানের পুত্র আসলাম খান(৪৫)। এ ঘটনায় দুই বাসের আহত হয়েছেন ২০ জন যাত্রী। এদের মধ্যে ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেও মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক।

এদিকে রংপুর-বদরগঞ্জ সড়কের নব্দিগঞ্জে বাসের ধাক্কায় একজন পথচারী মারা গেছেন। তার নাম জানা যায়নি।

এছাড়াও নগরীর ধানগবেষনা ইন্সটিউট এবং তারাগঞ্জের কামারপুকুর এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ রংপুর জোনের এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, একদিকে ঘন কুয়াশা অন্যদিকে চালকদের বিশ্রামহীনতা। থাকায় পাশাপাশি আইন না মেনে মহাসড়কে রিক্সা, অটো ,রিক্সা মাহিন্দ্রা চলাচল, মোটরসাইকেল চলাচল। অনিয়ন্ত্রিত গতিার কারণেই চলার কারণে দুর্ঘটনা ঘটছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth