১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

রংপুরে কুয়াশায় আচ্ছন্ন মহাসড়কে দুর্ঘটনার কবলে ৭টি গাড়ি, আহত ৩৫

আমাদের প্রতিদিন
1 week ago
61


মহানগের প্রতিবেদক:

রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সাতটি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। প্রাণহানির কোনো ঘটনা না ঘটলে অন্তত ৩৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

আজ শনিবার ( ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী নাইটকোচ, ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ।

এদিকে হাইওয়ে পুলিশ স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সময় চতুর্মুখী মোড়ে তিনটি বাস, একটি ট্রাক পিকআপ এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙ্গে গেছে এবং ক্ষতি গ্রস্থ হয়েছে। দুর্ঘটনায় ৩০-৩৫ আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হওয়ায় তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেয়া হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  দুর্ঘটনা কবলিত মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন বালু মাটিবাহি পরিবহন করে এমন ট্রাক চলাচল করে থাকে। ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়েছিল। একই সঙ্গে ঘন কুয়াশায় দৃষ্টি সীমা কমে আসায় হয়তো চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ধাক্কা দেয়।

মনিরুজ্জামান বলেন, রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে  ঘন কুয়াশা থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা অনেক কমে যাচ্ছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সাথে চলাচল করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিওয়নের সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ২০২৪ সালে রংপুরে জাতীয় আঞ্চলিক মহাসড়কে একশো ৯৫টি সড়ক দুর্ঘটনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১২০, নারী ২২ শিশু ছিলো চার জন। এসব দুর্ঘটনায় মামলা হয়েছিলো ১৫২টি। শীত মৌসুমে ঘন কুয়াশায় সড়ক মহাসড়কে মৃত্যু ঝুঁকিসহ দুর্ঘটনা এড়াতে  চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth