১ ফাল্গুন, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
53


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ পরিষদের এক সভা গতকাল সন্ধ্যায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজ্বী শওকত জামানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোপাল  মোহন্ত জাহিদুর রহমান প্রধান টুকু, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ, সদস্য আব্দুল হান্নান আকন্দ, রবিউল হাসান বিপ্লব অজয় চাকী প্রমূখ। সভার শুরুতেই প্রেস ক্লাবের প্রয়াত সদস্য নিজাম উদ্দিন প্রধান, মোহাম্মদ হোসেন ফকু, অধ্যাপক তাপস দেব, জাহিদুর রহমান জাদু মোস্তাকিনুর রহমান মবিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনসহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক সেলিমের সুস্থতা কামনা করা হয়।

সভায় প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করাসহ প্রেস ক্লাবের অভ্যন্তরীন বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth