৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

মিশরে পড়তে যাচ্ছে বদরগঞ্জের জাহিদ

আমাদের প্রতিদিন
1 week ago
37


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জের শিক্ষার্থী জাহিদ হাসান জামিল উচ্চতর শিক্ষার জন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন। ছোটবেলায় কিছুটা দুষ্টু স্বভাবের জাহিদের এমন যোগ্যতা অর্জনে উচ্ছসিত তার পরিবার ও প্রতিবেশিরা।

উপজেলার পৌরশহরের এক নম্বর ওয়ার্ডের হাসপাতাল সংলগ্ন শাহাপুরে জাহিদের বাসা। তার মায়ের নাম জাহানারা বেগম। বাবা ঔষধ ব্যবসায়ী স্বাধীন শাহ। ঢাকার মিরপুর দারুল কোরআন মাদ্রাসা থেকে মাদানী নিসায় লেখাপড়া করেছেন জাহিদ। আগামীকাল সোমবার তার ফাইট।

জানতে চাইলে জাহিদ জানান, সেখানে কোরআন ও হাদিস বিষয়ে এমএ ও পিএইচডি অর্জনের জন্য ছয় বছরের একটি কোর্স সম্পন্ন করতে হবে তাকে।

জাহিদের বাবা স্বাধীন শাহ্ বলেন, ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে জাহিদ জাতিকে সঠিক দিকনির্দেশনা দিবে, এটাই প্রত্যাশা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth