রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন , প্রতিবাদ সভা ও রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন্স এর উপ-পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
২ ফেব্রুয়ারী রবিবার বেলা ১২টায় নগরীর আরকে রোডস্থ রংপুর আঞ্চলিক শ্রম দপ্তর অফিস কার্যালয়ের সামনে রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দ ও ও অসংখ্য সাধারণ শ্রমিকগনের উপস্থিতিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান আজাদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ আলী, সড়ক সম্পাদক শাহারিয়ার কবির রাজ। সাধারণ শ্রমিকের পক্ষে বক্তব্য রাখেন আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশি শহিদুল ইসলাম সাঈদ ড্রাইভার, রফিকুল ইসলাম ড্রাইভার, নুরুল ইসলাম সরকার (ভোলা) ড্রাইভার, হামিদুল ইসলাম ড্রাইভার, এরশাদ ড্রাইভার, সজিবুর রহমান সজীব ড্রাইভার, আক্তার হোসেন ড্রাইভার, প্রমুখ । মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক ঘোষিত তফসীল মোতাবেক আগামী ২২ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে নেতৃবৃন্দের বিরুদ্ধে হাবিবুর রহমান বুলেট, জনৈক লোকমান গং কর্তৃক উদ্দেশ্যেমুলক বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে আমরা সাধারণ শ্রমিকরা প্রতিবাদ জানাচ্ছি । বক্তারা আরও বলেন, অনতি বিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জন্য কর্তপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। সংগঠনের নির্বাচন নিয়ে কোন প্রকার ষরযন্ত্র, বাধাসৃষ্টি, টালবাহানা করতে দেওয়া হবেনা। যে কোন ভাবে নির্বাচন বিরোধী ষড়যন্ত্রকারীদের কে প্রতিহত করতে হবে। সংগঠনের ও বৃহত্তর শ্রমিক স্বার্থে প্রয়োজনে রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করার হুশিয়ারী দেন বক্তারা। নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক প্রকাশিত তফসীল মোতাবেক আগামী ২২ শে ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠানের জোড়দাবী জানানো হয়। এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্মারকলিপ প্রদান করা হয়েছে। মাননীয় উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মহাপরিচালক, শ্রম অধিদপ্তর, ঢাকা। জেলা প্রশাসক, রংপুর জেলা। পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর। পুলিশ সুপার,