৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

বেরোবিতে আন্ত-বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 week ago
54


মোঃ মাহিম মুনতাসির (বেরোবি):

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আন্ত-বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ টাই বেরোবির স্মারক মাঠে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আন্ত-বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন খেলার ২২ টি বিভাগের ছেলে ও ১২ টি বিভাগের প্রমিলা দল অংশগ্রহণ করে

উদ্বোধনী অনুষ্ঠানের‌ প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন   

যে শিক্ষার্থী খেলাধুলায় ভালো সেই শিক্ষার্থী পড়ালেখায় ভালো হয় । খেলাধুলার মধ্যে থাকলে খারাপ কাজের সাথে জড়িত হওয়ার কোনো সুযোগ থাকে না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিটা ইভেন্টে তোমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবা । খেলা সফল ভাবে সম্পন্ন হলে এই ক্রেডিট সব তোমাদের।গত মাসে অনুষ্ঠিত হওয়া ফুটবল টুর্নামেন্টের মতো তোমরা এই টুর্নামেন্টকেও সফল করবা।আন্ত-বিশ্ববিদ্যালয় খেলায় আমাদের বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করবে ভালো ফলাফল নিয়ে আসবা এইটাই আমাদের প্রত্যাশা।

 আমাদের বিশ্ববিদ্যালয় খেলাধুলা, পড়াশোনা, পরীক্ষা সবদিক দিয়েই পজিটিভ ভাবে সামনে এগিয়ে যাবে।তিনি শিক্ষকদের খেলায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন ।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ও আন্ত-বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন আন্ত-বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক,খেলোয়াড় ও দর্শকদের সহযোগিতা চান। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, "ক্রীড়ার উন্নয়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth