বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মহানগর প্রতিবেদক:
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির (বিকেএস) ১৭তম বার্ষিক সাধারণ সভা রংপুর টাউন হলে অনুষ্ঠিত হয়। গত শনিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিকেএস’র সভাপতি মো. আবু তালেব ও সঞ্চালক ছিলেন মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। সাধারন সভায় উপস্থিত থেকে আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি শাহ মো. মাহবুবর রহমান, রংপুর বিভাগের সভাপতি ড. মো. খায়রুল আনাম, রাজশাহী বিভাগের সভাপতি মো. গোলাম সারওয়ার স্বপন, মো. আব্দুল আখের রাশেদী, শিক্ষা সচিব মো. খায়রুল আলম, দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ, শেখ মো. আজহারুল ইসলাম, রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সচিব মো. আতিকুল ইসলাম আতিক, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি, মো. শহিদুল ইসলাম, নীলফামারী জেলা শাখার সচিব মো. আজাদুল হক প্রামাণিক, দিনাজপুর জেলা শাখার সচিব মো. বেলাল হোসাইন, রংপুর জেলা সভাপতি মো. মাবুদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি, মো. ফারুক হোসেন, নাটোর জেলা শাখার সচিব মোহাম্মদ আলী, পাবনা জেলা শাখার সচিব কে এম মোবারক হোসেন, বগুড়া জেলা শাখার সভাপতি, মো. আজমল হুদ শেখ।
শুরুতে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ গোলজার হোসেনসহ ২৪ এর গণ আন্দোলনের আবু সাইদসহ সকল শহীদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করে দোয়া করা হয়। পরে ১৭তম বার্ষিক সাধারণ সভায় সোসাইটির সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় যা সোসাইটিকে আগামীতে বৃহত্তরভাবে কার্যক্রম বাস্তবায়ন করবেন। উক্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন যুগ্মমহাসচিব মো. জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সচিব মো. হুমায়ুন কবির রিপন।