গঙ্গাচড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও পীরের হাট পাইলট কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্ডপে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর
প্রতিমা স্থাপন, পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলী প্রদান করে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান ভক্তরা।
সবশেষে প্রসাদ বিতরণ করা হয়। সনাতন ধর্মালম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্মল চন্দ্র সরকার বলেন, জ্ঞানদায়িনী দেবী সরস্বতী, তিনি বিদ্যা আর জ্ঞান দান করেন। তাই সনাতন ধর্মাবলম্বীরা বিদ্বান আর জ্ঞান লাভের আশায় সরস্বতী বা বিদ্যা দেবীর পূজা করে থাকেন।