রংপুরে প্রাথমিক শিক্ষকদের বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষকদের এক দফা দাবি ১০ গ্রেড বাস্তবায়নের জন্য আগামী (২২ ফেব্রুয়ারী ২০২৫) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করার লক্ষে রংপুর বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩ ফেব্রুয়ারী বেলা ১২টায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আয়োজন রংপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠানে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজার রহমান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিনুর আল- আমীন।
বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি মোঃ জহিরুল ইসলাম জাফর, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রবিউল, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াস হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়েদুল হক বসুনিয়া তুর্য, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আবু শামীম, সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষদের দীর্ঘদিন থেকে গ্রেড বৃদ্ধি করার কথা বললেও তা হয়নি। তারা অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ১০ তম গ্রেডে বাস্তবায়নের দাবি জানান। প্রাথমিক শিক্ষকদের আগামী ২২ ফেব্রুয়ারী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করার লক্ষে সকল শিক্ষকদের উপস্থিত থাকার জন্য আহবান জানচ্ছি।